আগেই বগটুই কাণ্ডে(Rampurhat Genocide) নিহতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সেইমতো সোমবার চাকরির নিয়োগপত্র হাতে পেলেন বগটুইয়ে নিহতদের পরিজনরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উপস্থিতিতেই তাঁদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন বীরভূমের জেলাশাসক(Birbhum District Magistrate)।
মুখ্যমন্ত্রী জানান, আগামী দু-একদিনের মধ্যে যাতে নিহতদের আত্মীয়েরা কাজে যোগ দিতে পারেন, তা দেখার দায়িত্ব জেলাশাসকের। মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) বলেন, ‘‘ওঁদের যাতে কোনও সমস্যা না হয়, ডিএম সাহেব একটু দেখে নেবেন। ওঁরা যেদিন যোগ দেবেন, সেদিন ওঁদের সঙ্গে একজনকে পাঠিয়ে দেবেন। যাতে কোনও ভুলভ্রান্তি না হয়।’’ তিনি আরও বলেন, আক্রান্তরা যাতে সমস্ত সরকারি প্রকল্পের(Govt. Project) সুবিধা পান, সেটা দেখে নিতে হবে। ঘরবাড়ি পুড়ে যাওয়ায় অনেক নথি নষ্ট হয়েছে, নতুন করে তাঁদের ওই সমস্ত নথি তৈরি করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি, স্বাস্থ্যসাথী(Swasthya Sathi), লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) সহ অন্যান্য সরকারি প্রকল্পের সুযোগসুবিধা নিহতদের পরিজনরা পান কি না, তা-জেলাশাসককে দেখে নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)।