গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে SSKM-হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কপালে আঘাত লেগেছে।
তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়। সেখানে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার কয়েকটি ছবি আপলোড করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে মুখ্য়মন্ত্রীর।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর চিকিৎসায় SSKM হাসপাতালে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেখানে পৌঁছে গিয়েছেন ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতা।
জানা গিয়েছে, নিজের বাড়ির কাছেই হাঁটছিলেন মুখ্যমন্ত্রী। সেসময় আচমকা পড়ে যান তিনি। সেকারণেই মাথায় চোট পান তিনি।