বৃহস্পতিবার সন্ধেবেলা গুরুতর আহত হন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, কালীঘাটে নিজের বাসভবন চত্বরে মুখ্যমন্ত্রী হাঁটার সময়ে কোনওভাবে তিনি পড়ে যান। তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে।
যদিও হাসপাতাল সূত্রে জানা যায়, মমতা সংজ্ঞাহীন নেই। তাঁর জ্ঞান রয়েছে। তাঁর সঙ্গে কথাও বলেছেন চিকিৎসকেরা। রক্ত পড়া বন্ধ হলেও তাঁর কপালের ক্ষত গভীর বলে জানান চিকিৎসকরা। সিটি স্ক্যানের পাশাপাশি তাঁর এমআরআই করা হয়েছে। চিকিৎসকদের নিয়ে গঠন করা হয়েছে একটি মেডিক্যাল বোর্ড।