বারাণসীর ধাঁচে এবার থেকে কলকাতাতেও হবে গঙ্গা আরতি। বৃহস্পতিবার বাজে কদমতলা ঘাটে এই প্রয়াসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গঙ্গা দেবীর মূর্তিও উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।
গত বছর বারাণসীতে গঙ্গা আরতি দেখে এসে কলকাতায় এই ধাঁচের গঙ্গা আরতির নির্দেশ দেন ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই সেইমতো কাজ শুরু করে কলকাতা পুরসভা। গত এক সপ্তাহ ধরে গঙ্গা আরতির মহড়া চলেছে এই ঘাটে। কলকাতা পুলিশের তরফেও পৃথক ভাবে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। গঙ্গা আরতির জন্য নতুন করে সেজে উঠেছে বাজেকদমতলা ঘাট। ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন আলো লাগানো হয়েছে ।