কেন্দ্রের দিকে তাকিয়ে না থেকে এবার গঙ্গাসাগরের উন্নয়নে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। বুধবার কামারহাট সেতু এবং নতুন তিনটি হেলিপ্যাডের উদ্বোধন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ হাজার কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গার ওপর সেতু বানাতে চায় রাজ্য। যার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গত কয়েক বছরে একাধিকবার কেন্দ্রের থেকে সাহায্য চাওয়া হলেও একটা 'বাতাসা' পর্যন্ত দেয়নি দিল্লির সরকার।
ইতিমধ্যেই গঙ্গাসাগরের নিরাপত্তা নিয়ে তৎপর সরকার। সাগরমেলায় (Gangasagar) কত পূর্ণার্থী আসছেন তার উপর নজরদারি চালাতে সাগরদ্বীপের সমস্ত পরিবহনমাধ্যমে লাগানো হচ্ছে ‘জিপিএস ট্র্যাকার’। এর মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ থেকে সমস্ত দিকে আগাম ব্যবস্থা নেওয়া হবে বলে খবর।
আরও পড়ুন- CV Ananda Bose Security: বেড়েছে জীবনের ঝুঁকি, রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিরাপত্তা বাড়ালো কেন্দ্র
দুরদুরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা করা হচ্ছে অস্থায়ী ছাউনির। অগ্নিকাণ্ড এড়াতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাগরের স্নানঘাটগুলি যুদ্ধকালীন তৎপরতায় বাঁধানোর কাজ চলছে। সরকারিভাবে গঙ্গাসাগরের মেলা শুরু হবে ৮ জানুয়ারি থেকে। বুধবার মেলার প্রস্তুতি দেখতে গঙ্গাসাগর গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)