বীরভূমের(Birbhum) দেউচা-পাচামির (Deucha-Pachami) কাজ নিয়ে বিরোধিতা চলছেই। অভিযোগ, নানা সময়ে বিরোধী দলের একাধিক ব্যক্তিত্ব সেখানে গিয়ে জোর করে প্রকল্পের কাজ বন্ধের ডাক দিয়েছেন। আদিবাসীদের বঞ্চিত করার অভিযোগও উঠেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী আরও জানান, দীর্ঘদিন বাদে রাজ্যে এত বড় একটা কাজ হচ্ছে। লক্ষাধিক চাকরি হবে। এই প্রজেক্টটি(Deucha Pachami Project) কার্যত ৫ রাজ্যের সঙ্গে লড়াই করে তৃণমূল সরকার(TMC Govt.) ছিনিয়ে এনেছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) কথায়, কিছু খাদান মালিক আছেন, যাঁরা ভুল বোঝাচ্ছেন। টাকা দিয়ে তাঁরা কিছু লোককে কিনে নিচ্ছেন। কারণ এতে তাঁদের ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে রয়েছে।
শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রীর আশ্বাস, দেউচা-পাচামি কয়লা ব্লক(Deucha Pachami Coal Block) তৈরি হলে আগামী ১০০ বছর বিদ্যুতের কোনও সমস্যা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) কথায়, এই প্রকল্পের জন্য যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়, সেই দিকেও সতর্ক রয়েছে প্রশাসন।