নাম না করে মহুয়া মৈত্রের মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে সমালোচকদের বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, কাজ করতে গেলে ভুল হবেই। তাঁর কথায়, 'একটা নেগেটিভ কথা নিয়ে কীভাবে বিতর্ক করা যায়, সেটা সবাই ভাবেন। কিন্তু সৃজনশীলতার দিকে কারও নজর নেই।'
আপাতত মহুয়া বিতর্কে উত্তাল রাজ্য। তাঁর নামে দেশের একাধিক থানায় এফআইআর দায়ের হওয়ার পাশাপাশি কুশপুত্তলিকা দাহ করেও বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। এবার সেই ইস্যুতে মুখ্যমন্ত্রী পরোক্ষে তাঁর দলের সাংসদের পাশে দাঁড়ালেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।
বক্তব্যের শুরুতেই তিনি বলেন নেতিবাচক মন্তব্য নিয়ে এত মাথা ঘামানো উচিত নয়। মমতা বলেন, 'রাইট টু মেক ব্লান্ডার্স তো নেতাজি সুভাষচন্দ্র বলেছেন। ভুল করার অধিকার মানুষের আছে। তবে ইচ্ছাকৃত ভুল নয়, কাজ করতে গিয়ে ভুল হলে তা শুধরে নেওয়ার জায়গা থাকে বলেই মত মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন- Dilip Ghosh's remark: মমতার প্রতি কদর্য উক্তি, দিলীপের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ জানাবে তৃণমূল
সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠান মঞ্চ থেকে মা কালীকে নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি মন্তব্যের পরেই দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিভিন্ন থানায় তৃণমূল সাংসদের নামে অভিযোগ দায়ের হয়। যদিও মহুয়ার সেই মন্তব্যের দায় যে দল নেবে না তা তৃণমূল ইতিমধ্যে অফিশিয়ালি জানিয়ে দিয়েছে। তবে বৃহস্পতিবার সেই প্রসঙ্গে পরোক্ষে মহুয়ার পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।