মাতৃবিয়োগ হওয়ার সত্ত্বেও ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) সূচনা অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁকে সমবেদনা জানিয়ে কাজের প্রতি নিষ্ঠার জন্য তাঁর প্রশংসা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল সওয়া ১১টা নাগাদ অনুষ্ঠান মঞ্চে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। মমতাকে দেখে অনুষ্ঠানমঞ্চে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুললেন সেখানে হাজির বিজেপি কর্মী-সমর্থকেরা। এরপরে অনুষ্ঠানমঞ্চে উঠতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী। ভাষণ দেন মঞ্চের নিচে দাঁড়িয়ে।
তিনি বলেন, নিজের মায়ের কথা মনে পড়ছে, মায়ের বিকল্প কেউ হয় না। আপনার উপর কী চলছে বুঝতে পারছি। আপনার পরিবারকে সমবেদনা।
বন্দে ভারতের সূচনার পরেই ভার্চুয়ালি কলকাতা মেট্রোর জোকা-তারাতলা শাখারও সূচনা করলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: পাঁচটার মধ্যে চারটে প্রোজেক্ট তাঁর আমলের, প্রধানমন্ত্রীকে মনে করিয়ে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, "ভারতের উন্নতির জন্য রেল পরিষেবার উন্নয়ন জরুরি। এই লক্ষ্যে ৪৭৫ বন্দে ভারত এক্সপ্রেসের বড় ভূমিকা হবে।’’