রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)নন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এমনটাই মনে করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । শুক্রবার রাজভবনের অদূরে বি আর আম্বেডকরের মূর্তিতে মালা দেন শিক্ষামন্ত্রী । সেখান থেকে তিনি বলেন, তাঁর কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বিশ্ববিদ্যালয়গুলির নৈতিক আচার্য । মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে ঠিক করে ২০২২ সালের যে বিল বিধানসভায় পাশ করানো হয়েছিল, এদিন সেই বিলের প্রসঙ্গও তোলেন তিনি । এছাড়া, রাজ্যপালের বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও অনুদানের ঘোষণা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় ব্রাত্য বসুকে (Bratya Basu)।
সোমবার থেকেই একাধিক বিশ্ববিদ্যালয়ে ‘হঠাৎ পরিদর্শনে’ যাচ্ছেন রাজ্যপাল । কলকাতা, বারাসতের পর বুধবার প্রেসিডেন্সিতে যান তিনি । সেখানে গিয়ে মাসে একদিন করে ভোজের বিষয়ে ঘোষণা করেছেন । আর রাজ্যপালের এই পদক্ষেপ নিয়েই প্রশ্ন তুলছেন ব্রাত্য । ব্রাত্যর কথায়, "যে অনুদান উনি ঘোষণা করেছেন, সেটা সরকারি অর্থ। রাজ্যপাল কীভাবে তার ভিত্তিতে শিক্ষা দফতরের সঙ্গে কোনও কথা না বলে এমন ঘোষণা করতে পারেন ? " এই বিষয়ে ব্রাত্য রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করলেও আনন্দ বোস তাঁর ফোন ধরেননি বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ।