Mamata Banerjee : আজ নয় তো কাল, দিল্লিতে ইন্ডিয়া জোট সরকার তৈরি করবেই, প্রত্যয়ী তৃণমূল নেত্রী

Updated : Jun 08, 2024 18:45
|
Editorji News Desk

আজ নয়তো কাল দিল্লির মসনদে বসবে ইন্ডিয়া। রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তার আগে শনিবার কালীঘাটে জয়ী তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক শেষে এই দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

রাজনৈতিক মহলের মতে, দিল্লির অঙ্ক কষেই এই দাবি করেছেন তিনি। আর এই কারণেই জয়ী সাংসদের প্রথম বৈঠকেই জানিয়েছেন, দিল্লি গিয়ে বসে থাকার কোনও জায়গা নেই। প্রথম দিন থেকেই CAA এবং NRC বাতিলের দাবিতে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পর দাবি তুলেছেন শেয়ার বাজারে দুর্নীতি নিয়ে তদন্ত করার। 

এদিন দুপুরে বাংলা থেকে নির্বাচিত ২৯ সাংসদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল নেত্রী। ওই বৈঠকেই বহরমপুর থেকে জয়ী ইউসুফ পাঠানকে জায়েন্ট কিলার বলেই সম্বোধন করেছেন মমতা। লোকসভা দলনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ডেপুটি নেতা কাকলী ঘোষ দস্তিদার। এবার মুখ্য সচেতকের দায়িত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। 

রাজ্যসভাতেও তৃণমূলের নেতা নির্বাচিত হয়েছেন ডেরেক ও ব্রায়েন। ডেপুটি নেতা নির্বাচিত হয়েছেন সাগরিকা ঘোষ। রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক হিসাবে নদিমের নাম জানিয়েছেন তৃণমূল। মমতা জানিয়েছেন, লোকসভা ও রাজ্যসভায় সংসদীয় দলের চেয়ারম্যান হিসাবে তাঁকে নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেস।  

এদিনও মমতার অভিযোগ, তিন থেকে চারটি আসনে তৃণমূলকে জোর করে হারানো হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে নির্বাচন কমিশনের সৌজন্যেই ভোট লুঠ করা হয়েছে। এর পরেও তৃণমূল একমাত্র দল যেখানে ৩৮ শতাংশ মহিলা সাংসদ হিসাবে জয়ী হয়েছে। এই জয়ের উৎসব ২১ জুলাই পালন করা হবে বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী।

Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী