দ্রৌপদী মুর্মু সম্পর্কে অখিল গিরির মন্তব্য ইস্যুতে দায়ের জনস্বার্থ মামলা থেকে বাদ গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। তাই তাঁকে এই মামলায় পার্টি করার বিষয়টি অযৌক্তিক।
গত নভেম্বরে অভিযোগ ওঠে, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন মন্ত্রী অখিল গিরি। রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের 'বর্ণবিদ্বেষী' মন্তব্যে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। অখিলের বিরুদ্ধে সরব হয় বিজেপি সহ বিরোধীরা। সরব হয়েছিলেন রাজ্যের বিশিষ্টজনেরাও। এই মন্তব্যের পর অখিল ইস্যুতে নিন্দা জানায় তৃণমূলও। এমনকি, এই ঘটনার জেরে ক্ষমা চান স্বয়ং মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- Dilip Ghosh on Anubrata: 'টাকার অঙ্ক বেশি বলেই কেষ্টকে ছাঁটতে বেশি সময়?' তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের
নন্দীগ্রামের একটি সভায় অখিলকে বলতে শোনা গিয়েছিল ‘‘আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’’ যদিও ঘটনাটির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।