তৃণমূল সাংসদ (TMC) কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) কটাক্ষের জবাব দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানিয়ে দিলেন, তিনিও কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) নেত্রী বলে মনে করেন।
কল্যাণ জানিয়েছিলেন, অভিষেক কোনও নেতা নন। একজন পদাধিকারী মাত্র। তৃণমূলে একজনই নেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Calcutta High Court: নেতাজির ট্যাবলো নিয়ে বিতর্কে হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা
গোয়ায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মমতাই আমার নেত্রী, বাকি কাউকে আমিও মানি না। আমার বিরুদ্ধে কিছু বললে, প্রমাণিত হল দলে গণতন্ত্র রয়েছে। কংগ্রেসের মতো হাইকমান্ড কালচার তৃণমূলে নেই। কল্যাণ বলছেন, আমিও তো বলছি, বাকিদের মানি না।’
আরও পড়ুন: Madan Mitra: সোশ্যাল মিডিয়া ছাড়লেন মদন মিত্র! কিন্তু নেপথ্যে কোন কারণ?
অভিষেকের বক্তব্যের প্রতিক্রিয়ায় কল্যাণ বলেছেন, ‘আমার দলের মাননীয় সম্পাদক যা বলেছেন ঠিক আছে। আমি কোনও মন্তব্য করব না। দিদির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছি।’