ইডি-সিবিআইয়ের (ED-CBI) অতি-সক্রিয়তা নিয়ে এবার বিধানসভায় প্রস্তাব আনতে চায় শাসক দল তৃণমূল (TMC)। আজ, সোমবার এই প্রস্তাব আনা হবে বলেই খবর। প্রস্তাব পাঠের সময় থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তৃণমূল নেতাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতি সক্রিয়তা নিয়ে সরব হওয়া নতুন কিছু নয়। এতদিন মাঠে-ময়দানে, রাজনীতির মঞ্চে সরব হলেও এই প্রথম বিধানসভার অন্দরে প্রস্তাব এনে ইডি-সিবিআইকে বেঁধে ফেলতে চাইছে তৃণমূল।
অন্যদিকে, শুভেন্দু অধিকারী দুর্নীতি বিষয়ক প্রস্তাব আনতে চাইলেও তা খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেই এমন এক প্রস্তাবে আপত্তি তোলে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, তারা দুর্নীতির ইস্যুতে আলোচনা করতে চেয়েছিল। সেই দুর্নীতির অভিযোগের তদন্ত করার জন্যই ইডি-সিবিআই তৎপর হয়েছে। কিন্তু তারপরেও এমন এক বিতর্কিত প্রস্তাব এনে তদন্তকে বাধা দিতে চায় রাজ্যের শাসক দল।
আরও পড়ুন- BJP on Nabanna Abhijan: নবান্ন অভিযানের আগুন যেন না নেভে, কর্মীদের পাশে থেকে বার্তা বিজেপি নেতাদের
প্রসঙ্গত, SSC দুর্নীতি থেকে গরুপাচার বা কয়লাকাণ্ডে সবকিছুতেই নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতার। কয়লাকাণ্ডের দুর্নীতির আঁচ এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর ঘরেও। সপরিবার কোর্ট-ঘর করে বেড়াচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সমস্ত দুর্নীতির অভিযোগ ঝেড়ে ফেলতেই এমন এক প্রস্তাব আনতে চলেছে তৃণমূল, মত রাজনৈতিক মহলের।