গতবার নিজের হাতে মোমো (Momo) বানিয়ে খাইয়েছিলেন পাহাড়বাসীকে । এবার তাঁর হাতে তৈরি ফুচকা খেলেন পাহাড়ের মানুষ । মঙ্গলবার সকালে পাহাড়ে রাস্তার ধারে ছোট্ট একটি ফুচকার দোকানে দেখা গেল মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee in Darjeeling) । সেখানে দাঁড়িয়ে আলু মাখলেন, ফুচকার মধ্যে আলু আর টকজল দিয়ে বাচ্চাদের খাওয়ালেন । নিজেও চেখে দেখলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee makes Fuchka) ।
পাহাড়ে ব্যস্ত কর্মসূচি তাঁর । কিন্তু, তার মধ্যেও একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জনসংযোগও সাড়ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । এদিন সকালে,গাড়িতে যেতে যেতে হঠাৎই রাস্তার ধারের একটি ফুচকার দোকানে তাঁর নজর যায় । গাড়ি থেকে নেমে এসে দোকানের ফিতে কাটলেন । তারপর নিজের হাতে ফুচকা তৈরি করে বাচ্চাদের খাওয়ালেন । সেইসঙ্গে দোকানের মহিলাদের সঙ্গে কথাও বলেন তিনি। আরও একবার মমতাকে এত কাছ থেকে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রাও ।
গত মার্চে উত্তরবঙ্গ সফরে গিয়ে নিজের হাতে মোমো বানিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, সেই মোমো বিক্রেতাদের জন্য একটি দোকান ঘর করে তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন । ইতিমধ্যেই তা তৈরিও হয়েছে ।
সোমবারই চারদিনের পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী । পাহাড় সফরে গিয়ে এবার খোশমেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন । এরপর একটি ক্যাফের উদ্বোধনে আসেন তিনি। সেখানে রবীন্দ্রসঙ্গীতও(Rabindra Sangeet) গাইলেন মুখ্যমন্ত্রী