সাম্প্রতিক অতীতে তাঁর হাতের চা,মোমো কিংবা চপ-ফুলুরি খাওয়ার সুযোগ হয়েছে রাজ্যবাসীর । এবার ভিন রাজ্যে গিয়েও সেই ঐতিহ্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তবে, এবার চপ,ফুলুরি কিংবা চা নয়,লেচি বেলে শিঙাড়া বানালেন নিজের হাতে (Mamata Banerjee makes Singara) । সেইসঙ্গে নিজের হাতে সাজালেন পানও । উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ত্রিপুরা (Tripura) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী । সেখানেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জনসংযোগ করতে দেখা গেল তাঁকে ।
সোমবার ত্রিপুরা নেমেই মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) বিমানবন্দর থেকে সোজা চলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে পুজো দেন । এরপরই আগরতলার রাস্তায় স্থানীয় শিঙাড়া, পানের দোকানগুলিতে তাঁকে দেখা যায় । সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানেই একটি দোকানে ঢুকে শিঙাড়ার জন্য লেচি বেললেন । তারপর ছুরি দিয়ে মাঝের অংশ কেটে বললেন, এবার মশলা দিলেই হয়ে যাবে শিঙাড়া । এরপর পাশের দোকানে গিয়ে মশলা দিয়ে সাজালেন পান । ত্রিপুরাবাসীদের সঙ্গে গল্প করতে করতেই খেলেন চা ।
আরও পড়ুন, Mamata Banerjee: ত্রিপুরা তাঁর দ্বিতীয় ঘর, মঙ্গলবার প্রচার শুরুর আগেই বার্তা মমতার
উল্লেখ্য, সোমবার ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনের পর এভাবেই ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে মমতা বলেন, "আমি মনে করি ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর।" তাঁর কথায়, ত্রিপুরায় এলে নিজের ভাষায় কথা বলা যায়, নিজের মনমতো রান্নার বিভিন্ন পদ খাওয়া যায়। শুধু তাই নয়, ছোট্ট এই বার্তায় তিনি সমগ্র ত্রিপুরাবাসীকে(Tripura Assmbly Election 2023) ধন্যবাদ জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তাও দেন।