কোভিড (Covid) পরিস্থিতি দেখে ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে প্রাথমিক স্কুলগুলি (Primary School Reopen) চালু করার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এই বিষয়ে স্কুল শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া যাবে । আপাতত, বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী ।
বৃহস্পতিবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের পাট্টা বিলির সরকারি অনুষ্ঠান ছিল । সেখানেই স্কুল খোলার বিষয়ে বলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "স্কুল খুলে গিয়েছে । পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় শিক্ষালয় চালু হয়েছে । আর কোভিড পরিস্থিতি আর একটু স্বাভাবিক হলে, ছোটদের স্কুল খোলার ক্ষেত্রে ভেবে দেখা হচ্ছে । অন্তত, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে যদি প্রাথমিক স্কুলগুলি চালু করা যায় । এই বিষয়ে স্কুলগুলির সঙ্গেও কথা বলতে হবে । "
আরও পড়ুন, School reopen : রাজ্যকে অবিলম্বে স্কুল খোলার পরামর্শ অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের
বুধবারই একটি অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রাজ্যকে অবিলম্বে সব স্কুল খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন । তাঁর মতে, কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার কারণে, স্কুল শিক্ষার মান পড়ে যাচ্ছে । অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে দেখা যাচ্ছে, স্কুলে না যেতে পেরে ৯০ শতাংশ পড়ুয়ার রিডিং লেভেল ১০ শতাংশ পড়ে গিয়েছে । সার্বিক শিক্ষার মান পড়েছে । রাজ্যের গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির সদস্য অভিজিৎ বিনায়কের পরামর্শ, "অবিলম্বে স্কুল খুলে দেওয়া হোক । শিক্ষকদের সিলেবাস নিয়ে ভাবার দরকার নেই । ছাত্র-ছাত্রীদের খামতি খুঁজে দেখে আগে তা মেটানো দরকার ।'