সোমবার CBI হেফাজতেই মৃত্যু হয় বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। তার মৃত্যু নিয়ে ক্রমেই ঘনাচ্ছে রহস্য। এবার লালন শেখের মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন, CBI জানিয়ে দিক হেফাজতে কীভাবে লালন শেখের মৃত্যু হল। এদিকে, মৃত লালন শেখের পরিবারের অভিযোগ লালনকে CBI হেফাজতে খুন করা হয়েছে৷
যদিও CBI সেই অভিযোগ অস্বীকার করে জানায়, লালন আত্মহত্যা করেছে। এবার এই বিতর্কের মাঝেই মেঘালয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দোপাধ্যায় জানান,
“মৃত্যুর নিন্দা করছি। মৃতের স্ত্রী এফআইআর করেছে। আমরাও বিষয়টি নিয়ে কথা বলব।” একইসঙ্গে তাঁর প্রশ্ন, “সিবিআই যদি এতই স্মার্ট হয় তাহলে তাদের হেফাজতে কেন ধৃতের মৃত্যু হল? সিবিআইকে বিস্তারিত জানাতে হবে।”