মমতা বন্দোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এহেন মন্তব্যের জেরে শনিবার থেকেই সরগরম রাজ্য রাজনীতি । নোবেলজয়ীর কাছ থেকে প্রশংসা পেয়ে মুখ্যমন্ত্রী যদিও সরাসরি কিছুই বলেননি বরং তাঁর মন্তব্যকে স্বাগত জানিয়ে মমতা বন্দোপাধ্যায় জানান ‘‘তাঁর উপদেশ আমাদের কাছে আদেশ।’’ যদিও অমর্ত্যর মমতাস্তুতি মোটেই ভালো চোখে দেখেননি বিরোধীরা।
উল্লেখ্য, আগেও বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন অমর্ত্য সেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, এমনটা একেবারেই নয়। আমার মনে হয় মমতা ভীষণভাবে যোগ্য।" পাশাপাশি তিনি জানান, "বিজেপির বিরুদ্ধে জনরোধ তৈরি হয়েছে। মমতা সেটা কাজে লাগিয়ে দেশে বিভেদকামী শক্তিকে রুখে দেবে, এটাও এখনও প্রতিষ্ঠিত হয়নি।"