শিক্ষা দফতরে একটি চিঠির বক্স রাখার নির্দেশ দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে যাবতীয় আর্থিক সমস্যার বিষয়ে জানাতে পারবেন পড়ুয়ারা। ওই বক্সে জমা দেওয়া প্রতিটি চিঠি পড়ে তা দ্রুত সমাধান করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এবিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য়, রাজ্যের পড়ুয়াদের সুবিধার্থে একাধিক সরকারি প্রকল্প চালু থাকলেও অনেক ক্ষেত্রে বেশ কিছু পড়ুয়া আর্থিক সমস্যার সম্মুখীন হন। পড়ুয়াদের সেই সমস্যা যাতে না হয় তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা জানানোর জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব সহ মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা। সেখানেই পড়ুয়াদের আর্থিক সাহায্যের জন্য ওই বক্স চালু করার নির্দেশ দেন তিনি।
এদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে তাতে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সঠিক নিয়ম মেনে ওই তালিকা প্রকাশ করা হয়নি। ফের মেধা তালিকা প্রকাশ করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।