অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব করা নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, বারবার অভিষেককে বিনা কারণে হেনস্থা করা হচ্ছে।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ইডির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, অভিষেককে তলব করে নতুন প্রজন্মের উপর আক্রমণ করতে চাইছে ED। পাশাপাশি, নতুন প্রজন্মও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে লড়াই চালাবে বলেও সাফ জানিয়ে দেন তিনি।
রবিবার সন্ধের সময় টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নিজেই জানিয়েছেন, বুধবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। ওই দিনই আবার বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। ওই কমিটির সদস্য রয়েছেন স্বয়ং অভিষেক।
Read More- স্পেনে লা-লিগা কর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতার, থাকবেন সৌরভও
এর পাশাপাশি সোমবারের সাংবাদিক বৈঠক থেকে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "চন্দ্রবাবুকে যেভাবে গ্রেফতার করা হয়েছে আমি সেটা ভালোভাবে দেখছি না। তদন্ত হতে পারে। কিন্তু তাই বলে কাউকে জেলে পাঠিয়ে দেওয়া ঠিক নয়।"