বাংলার উপকূলীয় এলাকায় ‘অশনি’ (Asani) সংকেত। বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকারের আগাম সতর্কতা জারি। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টির আশঙ্কা। এর জেরে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) জেলা সফর। সূত্রের খবর, ১০ ও ১১ তারিখের বদলে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যাবেন আগামী ১৭ এবং ১৮ তারিখ। দুই জেলায় পূর্ব নির্ধারিত কর্মসূচি সেরে কলকাতায় ফিরবেন ১৯ তারিখ। অর্থাৎ অশনি(Cyclone Asani) সতর্কতায় প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর সফর।
বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে আগামী ১০ ও ১১ তারিখে এই দুই কর্মসূচির ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)। কিন্তু তারপরেই প্রশাসনের কাছে আসতে শুরু করে ঘূর্ণিঝড় অশনি’র(Cyclone Asani) সতর্কবার্তা। ফলে বাধ্য হয়েই সফরসূচিতে বদল আনতে হয় মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুন- West Bengal Weather Update : ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, মোকাবিলায় প্রস্তুত রাজ্য
রবিবার সন্ধেয় 'অশনি' পরিণত হতে পারে তীব্র ঘূর্ণিঝড়ে। এমনটাই জানান আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়(Sanjib Banerjee)। আপাতত ওড়িশার উপকূলের দিকেই এগোচ্ছে ঘূর্ণিঝড়। এর গতিপথ উত্তর-পশ্চিমে বলেই জানা গেছে।
আগামী ১০ মে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। ১০ থেকে ১২ মে হালকা বৃষ্টি হলেও ১১ এবং ১২ মে পর্যন্ত দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস। এমতাবস্থায় আগামী কয়েকদিন, বিশেষ করে ১০ থেকে ১২ মে মৎস্যজীবীদের(Fishermen) সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি। আপাতত মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্র উপকূলে(Andhra Coast) পৌঁছনোর কথা ‘অশনি’র। তারপর সামান্য বাঁক নিয়ে উত্তর দিকে ওড়িশা উপকূলের(Odisha Coast) দিকে এগোবে। তবে কোন পথে স্থলভাগে প্রবেশ করবে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে হাওয়া অফিস(Alipore Weather Office)।