তৃণমূলের নবজোয়ারে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার মালদায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী । তার আগে বুধবার রাতেই মালদায় পৌঁছে গিয়েছেন তিনি । এদিন, সরাইঘাট এক্সপ্রেসে চড়ে মালদার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী । রাতেই সেখানে পৌঁছন । মাঝে বোলপুরে গাড়ি দাঁড়াতেই জনসংযোগ করতে দেখা যায় তাঁকে । বৃহস্পতিবার মালদায় অভিষেকের কর্মসূচির পাশাপাশি প্রশাসনির সভাও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার বেলার মালদা অডিটোরিয়ামে প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী । সেখান থেকেই অভিষেকের কর্মসূচিতে যোগ দিতে যাবেন মমতা । রোড শো নাকি জনসভায় তাঁদের দেখা যাবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি । জেলা তৃণমূল সূত্রে খবর, মমতার প্রশাসনিক সভা শেষের উপর পরবর্তী কর্মসূচি নির্ভর করছে । ইংরেজবাজারে একই মঞ্চে তাঁরা বক্তৃতা রাখতে পারেন ।
মালদা যাওয়ার পথে বোলপুর স্টেশনে তৃণমূল সমর্থকদের তরফে উষ্ণ অভ্যর্থনা পান মুখ্যমন্ত্রী । বোলপুরে ট্রেন থামার সঙ্গে সঙ্গে দরজা খুলতেই মুখ্যমন্ত্রীর কামরায় আছড়ে পড়ে তৃণমূল কর্মী-সমর্থকরা ! দেখা গিয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকেও । তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশে হাত নাড়লেন মমতা । দিলেন বিশেষ বার্তাও । বিশ্বভারতীর সঙ্গে জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে যেন ভাল করে আন্দোলন সংগঠিত করা হয়, সেই বিষয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী ।