ফের সরকারি অনুষ্ঠানের মঞ্চ। ফের মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) কাছে ধমক খেলেন সরকারি কর্মীদের একাংশ। বিতরণের জন্য শীতবস্ত্র না আসার জেরেই মুখ্যমন্ত্রীর রণংদেহী মেজাজের মুখে পড়েন ওই সরকারি কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election 2023) আগে জেলার সরকারি আমলাদের প্রতি তাঁর এই বার্তা কার্যত নজিরবিহীন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের(Hingalganj) সভা থেকে প্রায় ১৫ হাজার শীতবস্ত্র বিতরণের আগাম ঘোষণা করা হয়। পূর্বঘোষিত কর্মসূচি মতোই মঙ্গলবার মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের(Govt Projects) উদ্বোধনে ব্যস্ত হয়ে পড়েন। এতদূর অবধি সব ঠিক ছিল। কিন্তু শীতবস্ত্র বিলির কথা উঠতেই তাল কাটে। জানা যায়, মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) কিনে পাঠানো ওই ১৫ হাজার শীতবস্ত্র পড়ে রয়েছে বিডিও অফিসেই। এরপরেই রুদ্রমূর্তি ধারণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মাঝপথে থামিয়ে সেখানে উপস্থিত সরকারি কর্মীদের তীব্র ভৎসর্না করেন তিনি।
আরও পড়ুন- Baranagar News: ডাক্তারি পড়ুয়ার মৃত্যু, হাসপাতালের পরিষেবা নিয়ে ফুঁসছেন বাকি পড়ুয়ারা
মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) বলেন, “আমি জানি ১৫ হাজার দিয়ে দিতে পারতাম না, অন্তত আমার এখান থেকে তো কিছু দেওয়া হত। এটা আমি পুজো উপলক্ষে এনেছিলাম। এটা যতক্ষণ না আসছে আপনারা বসুন, আমিও বসলাম।" এরপরেই তিনি স্টেজের একটি চেয়ারে বসে পড়েন। মুখ্যমন্ত্রী একটানা ১৭ মিনিট বসে থাকেন স্টেজে। পরে অবশ্য বিডিও অফিস থেকে শীতবস্ত্র(Woolen Clothes) আনার ব্যবস্থা করা হয়।