বিদেশ সফর সেরে ফিরেছেন শনিবারই। রবিবার বিকেলে এসএসকেএম হাসপাতালে পায়ের চিকিৎসা করাতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানানো হয়, মুখ্যমন্ত্রীকে ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সোমবার করম পুজো উপলক্ষে ছুটির কারণে নবান্নে যাওয়ার কর্মসূচি নেই মুখ্যমন্ত্রীর। তবে চিকিৎসকদের পরামর্শ মানলে আগামী কয়েকদিনও মুখ্যমন্ত্রীর রাজ্য প্রশাসনের সদর দফতরে যাওয়া হবে না।
উল্লেখ্য, ১২ দিনের সফরের পর বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্যপরীক্ষা করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। উডবার্ন ব্লকে তাঁর গাড়ি থামে। সাড়ে ১২ নম্বর কেবিনে যান তিনি। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। অন্য স্বাস্থ্য কর্তারাও সঙ্গে ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নেমেই জানান, সফর নিয়ে তিনি খুশি। আচমকা রবিবার বিকেলে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান তিনি। তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন চিকিৎসকরা। তবে মুখ্যমন্ত্রীর ঠিক কী সমস্যা আছে, তা জানা যায়নি।