পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না। মালদা ও মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ফের চিঠ পাঠিয়েছে বলেও জানান তিনি।
এদিন মালদার প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, "NRC নিয়ে আবার কিন্তু চিঠি পাঠিয়েছে। সরাসরি NRC না বলে পাঠিয়েছিল। ইলেকশন আসলেই মনে পড়ে। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা করব না। এবং আমি করতেও দেব না।
এদিন মুখ্যমন্ত্রী এনআরসি-র চিঠি নিয়ে বলেন, "পরিষ্কার লেখা আছে, যাদের সব কিছু না পাওয়া যাবে, আধার কার্ড, প্যান কার্ড, পা থেকে মাথা, তাদের ফরেনার হিসেবে ডিক্লেয়ার করা যায়। যাতে তাদের তাড়িয়ে দেওয়া যায়। যেমন অসমে করেছিল। সূতরাং ওটা আমি দেখে নেব।" তবে সবাইকে ভোটার কার্ড করিয়ে নেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী।