দিদির দূতদের কাছে জেলায় জেলায় বিক্ষোভ। এবার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেড রোড থেকে জানালেন, এটাকে বিক্ষোভ বলবেন না।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সবাই যে আমাকে ভালবাসবেন, একথা মনে করার কোনও কারণ নেই। আমার কোনও সমালোচক বন্ধু থাকবেন না, এটা মনে করার কোনও কারণ নেই। রাস্তা দিয়ে যাচ্ছি, মানুষ দুঃখের দুটো কথা বলবেন না, আমি এরকম মানুষ নই। আমি চাই মানুষ বলুক। এটাকে বিক্ষোভ বলবেন না।"
আরও পড়ুন: 'কেউ নাম কামানোর জন্য বলতে পারেন', দ্বীপের নামকরণে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
এদিন মুখ্যমন্ত্রী জানান, "অনেক কিছু হয়, যা আমরা জানতে পারি না। নলেজে আনার জন্য যদি এটুকু মানুষ বলবার জায়গা না পায়, তা হলে কী হবে!"