সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, ত্রিপুরা (Tripura) তাঁর দ্বিতীয় ঘর । মঙ্গলবারও তাঁর গলায় একই সুর শোনা গেল । তাঁর কাছে বাংলা আর ত্রিপুরা আলাদা নয় । দুই রাজ্য যেন ভাই-বোনের মতো । মঙ্গলবার আগরতলার এক জনসভা থেকে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । মুখ্যমন্ত্রীর 'ত্রিপুরা' সফর নিয়ে বিজেপি যে বহিরাগত তত্ত্ব খাঁড়া করেছে, সেটাও একপ্রকার খারিজ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Tripura)।
আগরতলার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন," বাংলার সংস্কৃতি ও ত্রিপুরার সংস্কৃতির মধ্যে কোনও পার্থক্য নেই । ভাষাও এক । রান্নাও এক ।... এই রাজ্য তাঁর কাছে নতুন নয় । গোটা রাজ্যটাই তাঁর ঘোরা ।" এদিন, বাংলায় উন্নয়নের খতিয়ান তুলে ধরে তৃণমূলকে ভোট দেওয়ার অনুরোধ করেছেন তিনি । আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন । সেই উপলক্ষে প্রচারে ত্রিপুরা গিয়েছেন মুখ্যমন্ত্রী । সোমবার সেখানে দোকানে ঘুরে, শিঙাড়ার লেচি বেলে জনসংযোগও করতে দেখা যায় তাঁকে ।
আরও পড়ুন, Manik Bhattacharya : আহত মানিক ভট্টাচার্য, মুখে, বুকে চোট, জেলে ফেরার পথে বিপত্তি
সোমবার ত্রিপুরা নেমেই মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) বিমানবন্দর থেকে সোজা চলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে পুজো দেন । এরপরই আগরতলার রাস্তায় স্থানীয় শিঙাড়া, পানের দোকানগুলিতে তাঁকে দেখা যায় । সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানেই একটি দোকানে ঢুকে শিঙাড়ার জন্য লেচি বেললেন । তারপর ছুরি দিয়ে মাঝের অংশ কেটে বললেন, এবার মশলা দিলেই হয়ে যাবে শিঙাড়া । এরপর পাশের দোকানে গিয়ে মশলা দিয়ে পানও সাজিয়েছিলেন ।