কোচবিহারের সভা থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত জনগনকে জানিয়ে দেন নরেন্দ্র মোদীকে কী জিজ্ঞাসা করতে হবে?
কী বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"আজকে একটা মিটিং করতে আসবে বাবুরা। দেখবেন কত কাঁদবে। কত কুমিরের অশ্রু ঝরবে। জিজ্ঞাসা করুন আমরা যে তোমায় ১১ লাখ বাড়ির তালিকা দিয়েছিলাম, ৩ বছর ধরে তোমরা টাকা দাওনা। রাস্তাঘাটের টাকা দাওনা,১০০ দিনের টাকা দাওনা। কেন আমরা কি খারাপ করেছিলাম?"