২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আর এই সিদ্ধান্ত উসকে দিচ্ছে নোটবন্দির স্মৃতির। যা নিয়ে বেশ দুশ্চিন্তায় সাধারণ মানুষ। এবার এই সিদ্ধান্ত সামনে আসার পরে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইট করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি৷
মুখ্যমন্ত্রী নিজের টুইটে লিখেছেন , তাহলে এই ২০০০ টাকার নোট আদতে কোনও ধামাকা ছিল না, বরং কোটি কোটি ভারতীয়র কাছে এটা কোটি কোটি টাকার ধোঁকা ছিল৷ আমার প্রিয় ভাই-বোনরা, আপনারা জেগে উঠুন ৷ নোটবন্দির সময় আমরা যে অসুবিধার মধ্যে পড়েছিলাম, তা কখনই ভুলে যাওয়ার নয়৷ আর যারা সেই কারণের জন্য দায়ী তাঁদের ক্ষমা করবেন না৷'।
সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ থেকে ২০০০ টাকার নোট বাজারে বন্ধ করে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক। ওই বিবৃতিতে বলা হয়েছে ক্লিন নোট নীতির আওতায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্ধারিত ওই তারিখে মধ্যে গ্রাহকদের ২০০০ টাকার নোট সংশ্লিষ্ট ব্যাঙ্কে জমা দিয়ে তার বদলে টাকা তোলার কথাও জানানো হয়েছে।