‘‘অমর্ত্যদাকে বিজেপি যেন অপমানের চেষ্টা না করে।’’ সোমবার বেলাশেষে অমর্ত্য সেনের বাসভবন 'প্রতীচি' প্রাঙ্গণে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলকে কার্যত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই নোবেলজয়ী অর্থনীতিবিদকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোর্ট কাছারি করে সব হবে না। বিজেপি করলে সাত খুন মাপ হতে পারে না।এমনকি, রাজ্যের প্রধান বিরোধী দলকে 'জনতার আদালত'-এর কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতা বলেন, "ছোট্ট একটা ছক্কা মেরে গেলাম।’’
জমি দখলের অভিযোগ নিয়ে অমর্ত্য সেন(Amartya Sen-Mamata Banerjee Meeting) এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের মধ্যে সংঘাত চরমে। তার মাঝেই এবার এই নোবেলজয়ীর বাড়ি 'প্রতীচি'-তে গেলেন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)। তাঁর সঙ্গে বসেই নোবেলজয়ীর বাড়ির নথিপত্র খতিয়ে দেখেন।
আরও পড়ুন- Titas Sadhu : স্বপ্নের স্পেলে ইংরেজ বধ, তিতাস একজন বোলারের নাম
সোমবার সকালেই অর্থনীতিবিদের বাড়িতে যান বোলপুরের(CM Mamata Banerjee in Bolpur) বিএলআরও সঞ্জয় দাস। যদিও এই সাক্ষাৎকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই দাবি তাঁর। উল্লেখ্য, রবিবারই প্রেস বিবৃতি জারি করে বিশ্বভারতী জানায়, অধ্যাপক সেনের বাসভবন ‘প্রতীচি’ সম্পূর্ণভাবে তাঁদের মালিকানাধীন জমিতে রয়েছে।