২১ জুলাইয়ের মঞ্চে থেকে সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, সিপিএমের একটা কাগজ রয়েছে. তাতে যাঁরা সাংবাদিক, তাঁদের সবার স্ত্রী চাকরি পেয়েছিলেন। পাশাপাশি, তিনি আরও বলেন, সব ব্যাপারে গদ্দারদের ছেলেমেয়েদের চাকরি দিতে হবে। গদ্দারবাবুরাই শুধু চাকরি পাবে আর সাধারণরা পাবে না?
তৃণমূল নেত্রীর অভিযোগ, বাম আমলে চাকরি বিক্রি হয়েছে। ১০-১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে। কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বিধে তাঁর অভিযোগ, আপনাদের (সিপিএমের) সময় কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? সেই ফাইলটা একটু বার করব? কী বলেন বিকাশবাবু! কটাক্ষ মমতার।
আরও পড়ুন-