ভুল করলে শুধরে নিতে হয়। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জনসভায় বারবার একথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিক্ষক দিবসের মঞ্চেও তাঁর এই বার্তা উঠে আসে। তবে এদিন বাম আমলের ভুলের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই উঠে আসে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের নাম। মুখ্যমন্ত্রী দাবি করেন, এমনই এক ভুল শুধরে নেওয়ার কথা বাম জমানায় বলেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।
সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, রাইট টুমেক ব্লান্ডার্স। ভুল করাটাও একটা অধিকার।” এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, “অশোক গাঙ্গুলীর (বিচারপতি) সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সুসম্পর্ক নেই। তিনি একটা রায় দিয়েছিলেন কোর্টে। যদি কোনও ক্ষেত্রে দেখো ভুল হয়েছে, তাহলে শুধরে নেওয়ার সুযোগ দিতে হবে। সিপিএমের আমলে স্বাস্থ্য কেলেঙ্কারি হয়েছিল, উনি সেটাকে বাঁচিয়ে দিয়েছিলেন। হতেই পারে। কত গাদা গাদা কমিটি আছে।”
আরও পড়ুন- Abhishek Banerjee: অভিষেকের 'সুপ্রিম' রক্ষাকবচ, আর বাধা রইল না বিদেশ সফরে
মুখ্যমন্ত্রী এদিন নির্দিষ্ট করে কোনও কেলেঙ্কারির কথা উল্লেখ করেননি। শুধু এটুকু স্পষ্ট করে বলেছেন, বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় সেই সময়ে সিপিএমকে বাঁচিয়ে দিয়েছিলেন।