Mamata Banerjee : উৎসব আনন্দ ভাসতে পারে জলে, ডিভিসি-র নাম না করে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর

Updated : Oct 01, 2024 23:06
|
Editorji News Desk

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পুজোর উদ্বোধন নয়, শারদোৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী । তার কারণ ব্যাখ্যা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না । মুখ্যমন্ত্রীর কথায়, 'ধর্ম, শাস্ত্র –  এসব আমিও কিছুটা জানি।' একইসঙ্গে বাংলায় বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

দুর্গাপুজোর উদ্বোধন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বসেন,'আজ মণ্ডপের উদ্বোধন না হলেও, কাল হবে । আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত । আবার তো সবাই ন্যারেটিভ শুরু করবেন, পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী। এত বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নয়। ধর্ম, শাস্ত্র সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে । 

বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে বন্য়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে, সেই বিষয়েও জানান মমতা বন্দ্যোপাধ্যায় । মহালয়ার দিন জল আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আগামীকাল মহালয়া । হাই টাইডও রয়েছে । আপনারা যাঁরা গঙ্গার দিকে থাকেন না, তাঁরা জানেন না । যাঁরা গঙ্গার দিকে থাকেন, তাঁদের জন্য সমস্যা । ছোটবেলা থেকে আদিগঙ্গার পাশেই থাকে । বড়গঙ্গা দেখে আসলাম, পুরো ভর্তি হয়ে গিয়েছে । এরপর আকাশের মুখটা গম্ভীর । কাল আবার মহালয়া, আবার সূর্যগ্রহণও রয়েছে । জল আরও বাড়বে ।"

মঙ্গলবার বিকেল তখন সাড়ে ৪টে-সাড়ে ৪টে । কলকাতার আকাশে মেঘ ঘনাচ্ছে । তখন লেকটাউনে পুজোর আমেজ । ঢাক বাজছে । মানুষের ভিড় । মহালয়ার আগেই যেন শারদীয়ার রং লেগেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে । পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, শ্রীভূমি পুজো মণ্ডপে পৌঁছন মুখ্যমন্ত্রী । মণ্ডপে ঢোকার পথে দু'পাশে তখন বাংলার লোকসংস্কৃতি শোভা পাচ্ছে । কোথাও বাজছে ধামসা-মাদল, কোথাও আবার ঢাক, কোথাও খোল-করতাল । বাদ্যযন্ত্রের তালে আদিবাসী নৃত্য শোভা পেয়েছে । মুখ্যমন্ত্রীকেও দেখা গেল ধামসা বাজাতে । ঢাকও বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর ফিতে কেটে উদ্বোধন করেন উৎসবের । উৎসবের সূচনায় গান গাইলেন নচিকেতা চক্রবর্তীও । 

Mamara Banerjee

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী