বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বাংলায় শিক্ষার মান অনেক উন্নত হয়েছে। এই মান বর্তমানে সিবিএসই, আইসিএসই বোর্ডের সমান। রাজ্যে কর্মসংস্থানের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “৩০ হাজার চাকরি (30 Thousand Jobs) রেডি হয়ে রয়েছে। যে কোনও দিন নিয়োগ দিয়ে দেব।”
রাজ্যে পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রকল্পের সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আর্থিক বাধায় যাতে কেউ পড়াশোনার সুযোগ না হারান, সেজন্য একাধিক প্রকল্পের বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। সরকারি স্কুলের ছাত্রীরা এখন কন্যাশ্রী পান। তফশিলি ও আদিবাসী পড়ুয়ারা শিক্ষাশ্রী স্কলারশিপ পান। অনগ্রসর শ্রেণির পড়ুয়াও বঞ্চিত নন। তাঁরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পান। বৃহস্পতিবার প্রায় ৮ হাজার ছাত্রছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া সিভিল সার্ভিস কোচিং সেন্টারের উদ্বোধন করেন তিনি।
আরও পড়ুন- CBI raids in Manik Bhattacharya's house:টেট দুর্নীতি মামলায় মানিক ও রত্নার বাড়িতে সিবিআই তল্লাশি
মুখ্যমন্ত্রী জানান, গত ১০ বছরে রাজ্যে ৩০টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। ১৪টি নতুন মেডিক্যাল কলেজ, ২৭২টি আইটিআই, ১৭৪টি পলিটেকনিক .শিক্ষা প্রতিষ্ঠান, ৩৮১টি সাঁওতালি মাধ্যম এবং ৪ হাজারের বেশি অন্য মাধ্যমের স্কুল তৈরি হয়েছে।
পড়ুয়াদের কথা বলতে বলতে এসে পড়ে কবিতার প্রসঙ্গও মমতা বন্দ্যোপাধ্যায়ের জানান, ছোটদের কবিতা লিখতে গেলে ছোট হয়ে ভাবতে হয়। তাঁর কথায়, ‘‘ছোটবেলায় অনেক কবিতা পড়েছি। সেগুলি নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। বাচ্চাদের মতো কিছু তৈরি করতে হলে, মনটাকে বাচ্চার মতো হতে হবে।’’