দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে বুধবার নবান্ন থেকে রাজ্যবাসীর উদ্দেশে সুস্থ থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাতলে দিলেন এই দাবদাহে স্বস্তি পাওয়ার উপায়।
নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, 'খুব গরম পড়েছে। গরমের হাত থেকে বাঁচাতে সকলে বেশি করে বিটনুন এবং লেবু দিয়ে শরবত খান। তেষ্টা না পেলেও প্রচুর পরিমাণে জল পান করুন। সঙ্গে ওআরএস রাখুন। রোদে বেশি বেরোবেন না। খুব প্রয়োজন হলে ছাতা নিয়ে বাইরে বেরোবেন।' আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সল্টলেকের তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।