বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের তরজার জল গড়িয়েছিল অনেকদূর। বিশ্বভারতীর ১৩ ডেসিবেল জমি দখল করে রয়েছেন নোবেলজয়ী, অভিযোগ এমনই। কিন্তু অমর্ত্য বাবুর যুক্তি তাঁর বাবা ১৯৪৩ সালে ইউনিভার্সিটির কাছ থেকে ১২৫ ডেসিমেল জমি লিজ নিয়েছিলেন। জমি ছাড়ার জন্য উচ্ছেদের নোটিসও ধরানো হয় অমর্ত্য বাবুকে। সেখানে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে বল প্রয়োগ করা হবে বলেও দেওয়া হয়েছে হুঁশিয়ারি।
এদিন সাংবাদিক সম্মেলনে, ঘটনার তীব্র প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, ‘অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চললে আমি ওখানে গিয়ে প্রথম ধর্না দেব। দেখব কার শক্তি বেশি। বুলডোজার না মানুষের।’