একের পর এক অভিযোগে কার্যত কোণঠাসা সরকার। আর এতে ক্ষুণ্ণ হচ্ছে সরকারের ভাবমূর্তি। ফলে বুধবার সরকারি আমলাদের বৈঠক থেকেই হুঁশিয়ারির মুখ্যমন্ত্রী মমতা জানালেন, কোনও কাজই ফেলে রাখা যাবে না। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর সচিবালয় (CMO) থেকে শুরু করে পঞ্চায়েত - কোনও অভিযোগই যেন ফাইল চাপা পড়ে না থাকে।
মুখ্যমন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কোনও অভিযোগ এলে সাতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। একইভাবে পঞ্চায়েত বা জেলা পরিষদ স্তরে কোনও অভিযোগ এলে তা সময়ের মধ্যে সমাধান করতে হবে। পাশাপাশি, প্রশাসনিক বৈঠকে এও জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারের কোনও স্তরে কোনও চুরি বা ভুয়ো খরচ বরদাস্ত করা হবে না। কোনও টেন্ডারকে ভাঙা যাবে না। ছোট কাজ হলেও ই-টেন্ডারের মাধ্যমে কাজের বরাত দিতে হবে।
আরও পড়ুন- Moloy Ghatak : কোনও মন্তব্য নয়, কয়লা-কাণ্ডে প্রায় সাড়ে আট ঘণ্টা সিবিআই জেরার পর জানালেন মলয় ঘটক
প্রসঙ্গত, পঞ্চায়েতের কাজের উপর দেখভাল করার জন্য এখন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিওদের রুটিন বেঁধে দিয়েছে নবান্ন। মাসে কাকে কোথায় ও কতবার যেতে হবে, কাজের হিসাব কীভাবে চাইতে হবে তাও বলে দেওয়া হয়েছে।