ফের মুখোমুখি বসতে চলেছেন মমতা-শুভেন্দু। সূত্রের খবর, বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা। বৈঠকে অংশ নিতে পারেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মূলত রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য আলোচনা হবে বলে খবর। তবে এটি রুটিন বৈঠক বলেই দাবি করেছে নবান্ন।
প্রোটোকল অনুযায়ী, আগামী বুধবার বিধানসভায় হতে পারে এই বৈঠক। গত ছ’মাসেরও বেশি সময় ধরে এই পদটি খালি পড়ে রয়েছে। চলতি বছর ১৫ জন এই পদে আবেদন করলেও বয়সজনিত কারণে বাদ পড়েন ৪ জন। বাকি ১১ জনের মধ্যে এক জনকে বাছাই করা হবে। আর সেই বাছাইকরণের জন্যই বৈঠক ডাকা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘরে।
২০২২ সালের ২৫ নভেম্বর মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে কিছুক্ষণ কথাবার্তাও হয় দু’জনের। তার ৬ মাসের মধ্যেই ফের মুখোমুখি হবেন মমতা-শুভেন্দু।