নির্বিঘ্নেই শেষ হয়েছে GTA নির্বাচন। পাহাড়ে শান্তি নিয়ে বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই GTA সভাসদদের শপথ অনুষ্ঠানে মঙ্গলবার যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুর ১১টা থেকে দার্জিলিংয়ের ম্যালে এই শপথ অনুষ্ঠান হবে। এদিকে সোমবার সন্ধেবেলা শিলিগুড়ি পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ধুপগুড়িতে মঙ্গলবার সভা করবেন তিনি।
এবার চারদিনের সফরে দার্জিলিংয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অনীত থাপার দলকে জিটিএ চালাতে সাহায্য করবে তৃণমূল। পাহাড়ে বিজেপিকে কোনঠাসা করতে এখন থেকেই সক্রিয় তৃণমূল। জিটিএ শপথগ্রহণ অনুষ্ঠানে তাই মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তার দিকে নজর থাকবে সবার।
আরও পড়ুন: শূন্য সিংহাসন, মৃত্যু দেশের প্রবীণতম বাঘ রাজার, শোকের আবহ জলদাপাড়ায়
এদিকে ২১ জুলাই উপলক্ষ্যে ২০১৯ সালের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কর্মী সমর্থকদের নিয়ে একসঙ্গে সভা করবেন তিনি। সোমবার শিলিগুড়ি পৌঁছে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠকও করেন অভিষেক।