সোমবার থেকে ৪ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন বইমেলার উদ্বোধনের পরই বীরভূম রওনা দেবেন তিনি। গরুপাচার মামলায় আসানসোল জেলে আছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর গ্রেফতারির পর এই প্রথম বীরভূম (Birbhum) যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বগটুই কাণ্ডের পর শেষবার বীরভূম যান মুখ্যমন্ত্রী।
অনুব্রতের অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলাসফরকে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। অন্যদিকে বোলপুরে অমর্ত্য সেনের জমি নিয়েও বিশ্বভারতীর সঙ্গে বিবাদ চলছে। সূত্রের খবর, এই সফরে অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়িতেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক আছে মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক ছেড়ে বইমেলার উদ্বোধন করবেন তিনি। বিধাননগর থেকেই হেলিকপ্টারে বীরভূম যাবেন।
আরও পড়ুন: এবার অমর্ত্য সেনের জমি নিয়ে প্রেস বিবৃতি জারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের
এখনও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতই। পঞ্চায়েত ভোটের আগে একাধিক জেলায় প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী। সোমবার বোলপুরে থাকবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মালদহে আরও একটি সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা তাঁর। বুধবার বোলপুরে ফিরবেন তিনি। সেখানেই রাত্রিবাস করবেন। সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। ডাকবাংলোর মাঠে কর্মসূচি আছে তাঁর। বৃহস্পতিবার বর্ধমান যাওয়ার কথা তাঁর। বর্ধমান থেকেই কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।