সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে দশমীতে বিপর্যয়ের জেরে মৃতের পরিবার ও আহতের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, বিকেলে বিমানে হাসিমারা যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মালবাজারে রাত্রিবাস করবেন তিনি। মঙ্গলবার আদর্শ বিদ্যালয়ে প্রশাসনিক সভা আছে। সেই সভামঞ্চেই মালবাজারে বিপর্যস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি।
বুধবার সেখান থেকে শিলিগুড়ির কাওয়াখালিতে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিজয়া সম্মিলনীতে অংশ নেওয়ার কথা তাঁর। উত্তরবঙ্গের সব জেলার ক্লাবগুলিকেও আমন্ত্রণ করা হয়েছে। সব জেলা থেকে বাসে আমন্ত্রিতদের শিলিগুড়ি আনার ব্যবস্থা করবে জেলা প্রশাসন। যোগ দেবেন জেলার মন্ত্রী ও বিধায়করাও।
আরও পড়ুন: হিন্দির পাশাপাশি বাংলাতেও পড়া যাবে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, জানিয়ে দিলেন অমিত শাহ
বিরোধীরা শাসকদলের বিজয়া সম্মেলনী নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করতে শুরু করেছে। তাঁদের অভিযোগ, বিজয়া সম্মেলনীর নামে প্রশাসনের অর্থ খরচ করে আসলে পঞ্চায়েতের প্রস্তুতি শুরু করেছে শাসক দল।
প্রসঙ্গত, দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের মাল নদীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হড়পা বানে তলিয়ে যায় অনেকে। মৃত্যু হয ৮ জনের। সেই ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় প্রশাসন।