আজ রাজ্যের দুই উপনির্বাচনী কেন্দ্রের ফলপ্রকাশ। ইতিমধ্যেই দুই কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল প্রার্থীরা। আসানসোল লোকসভা নির্বাচনে প্রায় লক্ষাধিক ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বালিগঞ্জেও বেশ বড় ব্যবধানেই জয় পেলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এই পটভূমিকাতেই টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের প্রতি মানুষের দরাজ সমর্থনের জন্য তিনি বালিগঞ্জ এবং আসানসোলের বাসিন্দাদের ধন্যবাদ দিয়েছে। পাশাপাশি, তিনি এই জয়কে নববর্ষের উপহার বলেও কৃতজ্ঞতা জানান দুই কেন্দ্রের ভোটারদের। টুইটে তিনি লেখেন, এই জয় আসলে মা-মাটি-মানুষের সংগঠনের প্রতি সাধারণ মানুষের উষ্ণ অভিনন্দন।
বালিগঞ্জে প্রত্যাশামতোই জিতল তৃণমূল। গণনা শুরুর আগেই অবশ্য তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় স্বীকার করেছেন মার্জিন কমলেও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। এবার বালিগঞ্জ উপনির্বাচনে ভোট পড়েছে মাত্র ৪১ শতাংশ। তাতেও দেখা যাচ্ছে তৃণমূলের পালে এবারও ভোট শতাংশ অনেকটাই বেশি। তবে ওই কেন্দ্রে চমকের নাম সায়রা শাহ হালিম। যিনি শেষ করলেন দ্বিতীয় স্থানে। আর ভোটের দিন প্রচুর দৌড়ঝাঁপ করেও হতাশ করলেন বিজেপির কেয়া ঘোষ।
আরও পড়ুন- Bypoll Couting : পালাবদলের অপেক্ষায় আসানসোল, বালিগঞ্জে এগিয়ে বাবুল, দ্বিতীয় সায়রা
আসানসোল বরাবর বামেদের দূর্গ বলেই পরিচিত ছিল। ২০১৪ সালে বাজেপি প্রথম পালাবদল ঘটায় এখানে। তারপর আবার পালাবদল দেখল এই শিল্প শহর। সকাল থেকেই হাড্ডাহাড্ডি এই কেন্দ্রের গণনার ফল। মূলত যে কেন্দ্রগুলিতে গত লোকসভায় পিছিয়ে ছিল তৃণমূল, এবার দেখা যাচ্ছে সেই পাণ্ডবেশ্বর, বারাবনি, জামুড়িয়াতে বিশাল ব্যবধানে এখনও পর্যন্ত এগিয়ে ছিল তৃণমূল। শেষপর্যন্ত লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ের হাসি হাসলেন তৃণমূল প্রার্থী।