বীরভূম সফরে ৩০ জানুয়ারি বোলপুরে নেমেই হাট পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ অনেকক্ষণ ধরেই হাট ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। কথা বললেন বিক্রেতাদের সঙ্গে, শুনলেন সব অভিযোগ। হাটে কচিকাঁচাদের সঙ্গেও হালকা মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে।
সোনাঝুরির মতো ভিড়, সেই হাটে হয় না, বিক্রি বাট্টাও তেমন ভাল না, অভিযোগ শুনে, নিজেই গালভরা নাম দিলেন হাটের। 'লালমাটির হাট'। প্রতি দোকানে ঘুরে ঘুরে বিক্রেতাদের হাতের কাজ দেখলেন মুখ্যমন্ত্রী।