নদিয়ায় আছেন, অথচ শান্তিপুরের রাস উৎসবে যাবেন না, তা কী হয়। বুধবার কৃষ্ণনগরের জনসভা শেষ করেই শান্তিপুর যান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চৈতন্যভূমে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। শান্তিপুরের সুপ্রাচীন বড় গোস্বামী বাড়ির পাশপাশি তিনি যান বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়িতেও। উল্লেখ্য, এই বাড়িরই সদস্য শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।
শান্তিপুরে পা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ওঠেন বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়িতে। সেখানে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর সঙ্গে দেখা করার পর যান শহরের অন্যতম জনপ্রিয় পুজো শ্যামবাজার পাড়া বারোয়ারিতে। সবশেষে যান বড় গোস্বামী বাড়িতে। এদিনই শান্তিপুর থেকে রাস মেলাকে ট্যুরিজম ডেস্টিনেশন ম্যাপে আনার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁকে নিজের হাতে তৈরি উপহার তুলে দেন ফুলিয়ার রাষ্ট্রপতি পদক প্রাপ্ত তাঁতশিল্পী বীরেন বসাক।
আরও পড়ুন- Mamata Banerjee: 'ইগো থাকলে বাড়ি বসে যান', গোষ্ঠীকোন্দল থামাতে নদিয়ায় কড়া বার্তা মমতার
শান্তিপুরের বিধায়ক জানান, ২০১৬ সালে প্রথম তিনি মুখ্যমন্ত্রীকে রাস উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজনৈতিক সভার পরে বুধবার মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন শান্তিপুরে। সেখানে পৌঁছে রাসের মেলা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।