সোনাঝুরির চায়ের দোকানে সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই চা তৈরি করলেন। মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমে যায় এলাকায়। একটি জনজাতি গ্রাম পরিদর্শন করেন তিনি।
বুধবার দুপুরে বোলপুরের ডাকবাংলোর মাঠে সভা ছিল। ওই সভা করার পর বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের শিক্ষা প্রতিষ্ঠান শিশুতীর্থ-এ যান মমতা। ছাত্রছাত্রীদের হাতে বই-খাতাও তুলে দেন। সেখান থেকেই সোনাঝুরির একটি চায়ের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বাজেটে লাভবান ভারতীয় রেল, মোদী জমানায় ৯ গুণ বাড়ল বরাদ্দের পরিমাণ
সেখানে দোকানের মালিকের সঙ্গে চা তৈরি করেন মুখ্যমন্ত্রী নিজেই।