পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়ে চলছে বিতর্ক। তার মধ্যেই বৃহস্পতিবার এবিষয়ে একটি প্রস্তাব আনে রাজ্য সরকার। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপাল সই না করলেও ১ বৈশাখ বাংলা দিবস পালন করা হবে।
বৃহস্পতিবার তুমুল হইহট্টগোল দিয়ে শুরু হয় বিধানসভার অধিবেশন। প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি এবং গেরুয়া মানচিত্র আঁকা জামা পরে বিধানসভায় প্রবেশ করেন বিজেপি বিধায়করা। যা নিয়ে তীব্র আপত্তি তোলেন স্পিকার।
এরপর বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ নিজের বক্তব্য রাখার সময় স্পষ্ট জানিয়ে দেন ২০ জুন ছাড়া বাংলা দিবস পালন করা অসম্ভব। অন্যদিকে ১৬ অক্টোবর বাংলা দিবস পালন করার দাবি তোলেন আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর কথায় ওই দিন বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। সেকারণে ওই দিনটি বাংলা দিবস পালন করা যেতে পারে।
Read More- পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, সব রাজনৈতিক দলকে আহ্বাণ
অন্যদিকে বক্তব্য দিতে গিয়ে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে খোঁচা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রস্তাব পাশ করানো হলেও রাজ্যপালের অনুমোদন পাওয়া যাবে না।