রাজ্যের কলেজগুলিতে ছাত্র ভোট নিয়ে তৎপর রাজ্য সরকার (West Bengal Government) । তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এবার জানা গেল, রাজ্যে কলেজ নির্বাচনে রাজনৈতিক প্রতীকেই লড়াই চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে ২০১৭ সালে করা নিজের আইনেই বদল আনতে চলেছেন তিনি । সম্প্রতি সেকথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
জানা গিয়েছে, ২০১৭ সালে একটি আইন রাজ্য বিধানসভায় পাশ করানো হয় । লিংডো কমিশনের সুপারিশ মেনে, সেই আইনে, রাজনৈতিক লড়াই বন্ধ করে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল তৈরি করে তৃণমূল । এবার সেই আইন সংশোধন করতে চাইছে রাজ্যসরকার ।
আরও পড়ুন, Duare Sarkar : রাজ্যজুড়ে ৫ লাখ শিবির, আজ থেকে ফের শুরু দুয়ারে সরকার
ব্রাত্য বসুর কথায়, 'আমরা ২০১৭ সালের বিলটা যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভায় নিয়ে আসব । সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিক, দলগত ভাবেই লড়ুক, এটাই চাইছি আমরা ।'পুজোর পরে ভোট হওয়ার ইঙ্গিতও দিয়েছেন ব্রাত্য বসু ।
তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ছাত্র নির্বাচন করাতে উদ্যোগী রাজ্য সরকার । কিন্তু, শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে, তবেই তিনি জেলায় জেলায় নির্বাচনের নির্দেশ দিয়ে দেবেন ।