লোকসভা ভোটে বাংলায় একাই লড়বে তৃণমূল, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানিয়ে দিয়েছেন, বাংলায় কংগ্রেস-তৃণমূল জোট সম্ভব নয়, তাই আলাদা আলাদা লড়বে দুই দল । সূত্রের খবর, আসন সমঝোতা নিয়ে টানাপড়েন চলছেই । তৃণমূল সূত্রে খবর, মমতা দিতে চেয়েছিলেন দুই বা তিন আসন, কিন্তু, রাহুল চাইলেন অন্তত ১০ । আর সেখানেই বিপত্তি । ফলে শুরুর দিনই নাকি কংগ্রেস জোট আলোচনার ইতি হয়ে গিয়েছিল । এদিকে, সম্প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন সনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধী । তাঁর কুশল সংবাদ নেন । কিন্তু, আসন সমঝোতা নিয়ে কোনও কথা হয়েছে কি না জানা যায়নি ।
তৃণমূল সূত্রে খবর, আসন সমঝোতা আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বহরমপুর এবং মালদহ-দক্ষিণ ছেড়ে দেবেন কংগ্রেসকে । সেইসঙ্গে ওই তালিকায় যুক্ত করেন রায়গঞ্জ আসনটিকেও । কিন্তু, রাহুল দাবি করেন, ১০ বা ১২টি আসন কংগ্রেসকে ছাড়তে হবে তৃণমূলকে । কিন্তু সেই দাবি মানেনি তৃণমূল । রাহুলের দাবি শুনে নাকি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান তিনি । স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেস এই রকম অযৌক্তিক দাবি করলে বাংলায় জোট হবে না ।