পার্থ-অনুব্রতর গ্রেফতারির পর সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার সদস্যদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ জোর দিলেন তিনি। রদবদলের পর বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের পাইলট কার ব্যবহার করতে বারণ করলেন মুখ্যমন্ত্রী। এছাড়া কাগজপত্রে সই করার আগে ভাল করে দেখে নেওয়ার পরামর্শও দিলেন তিনি। সূত্রের খবর, এদিন মন্ত্রীদের 'পাইলট কার' নিয়ে স্পষ্ট নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন "কলকাতায় এলে পাইলট কার নিয়ে ঢোকা যাবে না।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নব নির্বাচিত মন্ত্রীরা। এদিনের বৈঠক থেকে দলের মন্ত্রীদের উদ্দেশ্যে বেশ কিছু ক্ষেত্রেই বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে বিশেষত নতুন মন্ত্রীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে প্রতিমন্ত্রীদের হাতে বিশেষ কাজ থাকে না বলে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়েও নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা। মন্ত্রীদের তিনি জানিয়েছেন, এ বার থেকে প্রতিমন্ত্রীদের কাজের জায়গা আলাদা করে ভাগ করে দেওয়া হবে।