পঞ্চায়েত ভোটের (Panchayet Elecition 2023) আগে একশো দিনের কাজ নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র একশো দিনের কাজের টাকা না দিলেন দুর্বার আন্দোলন হবে।
বৃহস্পতিবার বর্ধমানের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেই তিনি বলেন, "কেন সরকার ১০০ দিনের কাজের টাকা কেটে নিয়েছে?" তাঁর অভিযোগ, এই বাজেটে ৬০ হাজার কোটি টাকা কেটে নিয়েছে, যাতে আগামী দিনে ১০০ দিনের কাজ না করতে পারে।
আরও পড়ুন: 'সরকারটাই পড়ে যাচ্ছিল', শেয়ার বাজারে ধস নিয়ে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কে ডিম খাবে, কে আলুভাজা খাবে, তার জন্য সেন্ট্রাল টিম। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছ না, কেন। পাঠাও সেন্ট্রাল টিম। আর তা না হলে জেনে রাখবে, বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। "